অক্ষমের আর্তনাদ!

মাহফুজ জুয়েল
Published : 22 June 2011, 02:41 PM
Updated : 22 June 2011, 02:41 PM

ব্লগের নাম দিয়েছি অক্ষমের আর্তনাদ। নাম নির্ধারণ নির্বাচনের ক্ষেত্রে মাথার ভেতরে কাজ করছিল আমার সোনার বাংলাদেশ-এর নারকীয় রাজনৈতিক পরিস্থিতি। বৃত্তবন্দি অসংখ্য মানুষ। চোখের সামনে দুটি দল অপ-যাত্রার নট-নটির মতো অশ্লীল নাচ দেখাচ্ছে। পরস্পর গুঁতোগুতিঁ করছে হাড়-মাংস নিয়ে প্রাণপণ ঝগড়া লাগা দুই কুকুরের মতো। তাও আবার যার যার স্বার্থে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা নির্বোধের মতো বিসর্জন দিচ্ছে যখন তখন। বিদেশিদের সঙ্গে গায়ে পড়ে খাতির জমাচ্ছে। কার আগে কে ওদের তুষ্ট করবে চলে তার নির্লজ্জ প্রতিযোগিতা। চোখের সামনে কনোকোফিলিপস-এর সঙ্গে পিএসসি চুক্তি হলো। আমরা চেয়ে চেয়ে দেখলাম। আরও হয়তো কত কী দেখবো। দেখা ছাড়া, এসব লেখা ছাড়া আমাদের আর করার কি আছে? আমাদের লেখা তো অক্ষমের আর্তনাদ মাত্র।