কথা-টোকাইর আস্তানা

মাহফুজ জুয়েল
Published : 1 July 2011, 09:00 AM
Updated : 1 July 2011, 09:00 AM

ব্লগের নাম দিয়েছিলাম অক্ষমের আর্তনাদ। কিন্তু এর মধ্যেই জানলাম, আমরা আসলে অক্ষম নই, টোকাই! এই জানাটা আপাতত আমার অনেক কাজে লাগলো। ভবিষ্যতে গোটা বাংলাদেশের কাজে আসবে। টোকাইরা অক্ষম নয়, বরং অনেক সক্ষম। রশিদ তালুকদারের ৬৯-এর সেই টোকাই শিশুটির কথা মনে আছে? মিছিলে সবার সামনে, সবার চেয়ে দৃপ্ত, দীপ্ত এবং সোচ্চার! গত ৪০ বছরে হাতেগোনা কয়েকটা কুত্তা ছাড়া, প্রকৃতপক্ষে পুরো দেশ ও জাতিকে টোকাই করা হয়েছে। কিন্তু দুখের কথা হচ্ছে, আমরা, টোকাইরা যে টোকাই, আমরা তা জানি না। এখন জানা হলো। এবার সব টোকাই সমবেত হলেই হবে সমাবেশ। এক হলেই হবে শক্তি। আর শক্তি হলে? কুত্তায় খাওয়া রক্তাক্ত দেশকে আমরা বাঁচাতে পারবো। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। তাই কথা-টোকাইর আস্তানায় পৃথিবীর সব টোকাইকে স্বাগতম।