মায়ানমারের বিখ্যাত ঐতিহাসিক শহর ‘বাগান’

জুন
Published : 29 June 2015, 06:10 AM
Updated : 29 June 2015, 06:10 AM

৯ শতকের প্রাচীন শহর বাগান মায়ানমারের মান্দালয়ে যার অবস্থান। সবুজ গাছের মাঝে লাল ইটের তৈরী আনুমানিক ২ থেকে ৩ হাজার বৌদ্ধ মন্দির, মঠ আর স্তুপা। সেই সৌন্দর্য্য ভাষায় বর্ননা করা দুঃসাধ্য । প্রতি বছর লাখো লাখো পর্যটকের পদচিনহ পরে বাগান শহরে । রাজধানী ইয়াঙ্গন থেকে প্লেনে , বাসে , রেলে এমনকি জলপথেও আপনি যেতে পারেন বাগানে। আমরা গত এপ্রিল ২০১৫ তে গিয়েছিলাম সেই অসাধারন নগরীতে। তারই একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম ।