পদ্মা সেতু নিয়ে খেলাটা এবার বন্ধ করুন!

মাহবুব
Published : 3 Nov 2012, 03:50 PM
Updated : 3 Nov 2012, 03:50 PM

বিশ্ব ব্যাংকের চারটা শর্ত কি পাহাড় পরিমান বোঝা যে সেগুলো পূরণ করতে গিয়ে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে! চারটা শর্তের প্রধান তিনটা পূরণ করা মানে, তিনটা কথিত দুর্নীতি বাজকে সরিয়ে দেয়া! উনারা সেই কাজ করতে গিয়ে ২ টা বছর নষ্ট করলেন! আমি বুঝিনা সমস্যাটা কোথায়? এটা করতে না পারা, নাকি জনগনের ভাগ্য নিয়ে খামখেয়ালিপনা? তিনটা মানুষ কি এতই ক্ষমতাধর হয়ে গেল যে আওয়ামীলীগের মত একটা বিশাল রাজনৈতিক দল তাদের কাছে অসহায় হয়ে গেল! প্রতিবছর ভোটের রাজনীতিতে যে দলটি জয়ী হোক বা না হোক সামগ্রিক বিচারে সব সময়ই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে! সংখ্যার বিচারে সেটা কোনো অবস্থাতেই তিন কোটি ভোটারের কম হবে না! এত বিপুল পরিমানে জনগণ যাদের পাশে সব সময়ই ছিল তাদের জন্য কি এই তিন গলার কাটা সরিয়ে ফেলাটা এতই কঠিন? আমাদের দুর্ভাগ্য যে আমাদের নেতা নেত্রীরা রাষ্ট্র ক্ষমতায় আসার পর ভুলে যান যে জনগনকে তারা হাজার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় বসেছেন! এটা যদি এক কালীন পেশা হত, তাহলে আমার কিছুই বলার ছিলনা! কিন্তু তারা যুগ যুগ ধরে ফিরে যেতে হবে সেই জনগনের কাছে! যে জনগণ আপনাদের এত আশা নিয়ে ক্ষমতায় বসালো, তাদের ভাগ্য নিয়ে কেন এই নির্মম পরিহাস? এক আবুল, মশিউর গেলে কি বাংলাদেশের যোগাযোগ খাত বা অর্থনীতির কোনো নীতি নির্ধারক থাকবেনা, যে ষোলো কোটি জনগনের প্রানের দাবি উনাদেরকে উপেক্ষা করতে হচ্ছে? কি নিয়ে দাঁড়াবেন আপনারা জনগনের সামনে? আপনাদের কিছু ছোট ভুল যে আপনাদের অনেক বড় বড় অর্জনকে মলিন করে দিচ্ছে সেটুকু বুঝার মত জ্ঞান কি আপনাদের নেই? একটাই অনুরোধ আপনাদের এই নিষ্ঠুর খেলা বন্ধ করুন! আপনাদের দুদলের দ্বিপাক্ষিক খেলা দেখতে দেখতে জনগণ ক্লান্ত! একটা কথা মনে রাখবেন, জনগনকে বাইরে রেখে রাজনীতির কোনো স্বার্থ অর্জন সম্ভব না! পদ্মা সেতু নিয়ে খেলাটা এবার বন্ধ করুন!