বিরোধীদলীয় নেত্রী নাকি দেশনেত্রী হতে চান?

মাহবুব
Published : 22 Nov 2012, 05:39 PM
Updated : 22 Nov 2012, 05:39 PM

আজ কোকোর পাচার করা ২০ লক্ষ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার দেশে ফেরত আনা হয়েছে, আরো ৯ লক্ষ ৩৬ হাজার ডলার আনার প্রক্রিয়াধীন! এখন বেগম জিয়া কি বলবেন যে উনার ছেলের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার ষড়যন্ত্র করছে? এটার ব্যাখ্যা মির্জা ফখরুল কিভাবে করবেন? আমি জানি তাদের কাছে ব্যাখ্যার শেষ নেই! এই টাকা ফেরত আসার মাধ্যমে প্রমানিত হলো যতই লম্ফ ঝম্ফ করুক না কেন, সব কিছুই এখন চোরের মায়ের বড় গলা প্রবাদের অনুকরণ মাত্র! এখন আপনারা জনগনের সামনে কি নিয়ে দাড়াবেন? আপনারা কি বলবেন যে সিঙ্গাপুর গভমেন্ট আওয়ামীলীগের কাছ থেকে ঘুষ খেয়ে আপনার ছেলেকে হেয় করতে টাকা গুলো ফেরত দিয়েছে? জনগনকে স্বপ্ন দেখানোর আগে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করুন! তাতে অন্তত জনগনের মনে আপনাদের জন্য কিছুটা হলেও মায়া জন্মাতে পারে! আর তা না করে নিজের দুই দুর্নীতিবাজ ছেলের পক্ষে সাফাই গাইতে থাকলে দেখবেন জনগণ আপনার পাশ ছেড়ে দিবে! তবে এখানে আমি যা কিছু লিখছি সেগুলোতে আবার কোনো দলের পক্ষে দালালির গন্ধ খুঁজবেন না যেন! কারণ আমি যা কিছু লিখছি তা শুধু মাত্র কিছুদিন ধরে আপনার এবং আপনার দলের নেতা কর্মীদের বক্তব্যের উপর ভিত্তি করেই লিখছি! তারেকের জন্মদিনের আগের দিন আপনি এক জনসভায় আরেকটা সুযোগ চেয়েছেন! সেটা হবে আপনার জন্য চতুর্থ সুযোগ!

হয়ত জনমনে আপনার জন্য কিছুটা হলেও দুর্বলতা আসত যদিনা পরের দিন মহা দুর্নীতিবাজ বলে স্বীকৃত তারেকের নাম আপনি সাফাই না গাইতেন! তারেকের জন্মদিনে আপনার নেতাকর্মীরা চাটুকারিতার চূড়ান্ত নমুনা তুলে ধরল! তারেককে দেশ নায়ক খেতাব দিয়ে! দেশ নায়ক যদি বিএনপির নিজস্ব নায়ক বলে দেয়া হয়ে থাকে তাহলে আমার কিছুই বলার নেই, যদিও একটা স্বীকৃত দুর্নীতিবাজ যদি কোন দলের নায়ক হয় তাহলে সেই দলের বাকিদের চেহারা কেমন হবে সেটা সহজেই অনুমেয়; কিন্তু দেশের জন্য এমন কি সে করে ফেলল যে তাকে দেশের নায়ক বলতে হবে? তারেকের একটা অবদান তুলে ধরবেন কি যাতে করে তাকে দেশের নায়ক বলা যায়? আজ মির্জা ফখরুল বললেন তারেক ১৬ কোটি মানুষের নেতা! নেতা শব্দের মানে যে নেতৃত্ব দেয়! এখন উনাকে আমাদের সবার নেতা বলে ত আমাদেরকেও উনার দুর্নীতির ভাগিদার করে ফেললেন মির্জা ফখরুল! দয়া করে আপনার দলের চাটুকার নেতাকর্মীদেরকে বলুন যাতে এইসব চাটুকারিতা বাদ দিয়ে দেশের জন্য কিছুটা ভাবতে! দেশ আপনাদের ক্ষমতা, অর্থ, প্রচুর্য সব কিছুই দিয়েছে; সুতরাং দেশের জন্য কিছুটা করলে লাভটা আপনাদেরই! কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই খুবই আবেগী! তারা হয়তো আওয়ামী সরকারের দুর্নীতি আর তাদের নেতাদের বিরক্তিকর মন্তব্যে ধৈর্যহারা হয়ে গেছে, তাই আপনাদের কিছুটা ভালো কাজ হয়তো এই আবেগী জনতা মন্দের ভালো হিসাবে সমর্থন করবে! ভুলে যাবে আপনাদের অতীত কর্মকাণ্ড! এখন বেগম জিয়ার কাছে প্রশ্ন, উনি কি ১৬ কোটি মানুষের হতে চান নাকি তারেক কোকোর মা হতে চান? পছন্দ আপনার, কিন্তু আপনার পছন্দের উপরি হয়তো জনগণ তাদের সিদ্ধান্ত নিবে! এবার এক নজরে দেখুন আজকের মির্জা ফখরুলের বক্তব্যের উপর প্রথমালোর পাঠকেরা কি কি মন্তব্য করেছেন নিচের লিঙ্কটাতে দেখুন! এখন সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে!