খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

মো: মাইনউদ্দিন
Published : 22 Feb 2018, 10:35 AM
Updated : 22 Feb 2018, 10:35 AM

জেলা পর্যায়ে তাবলিগ জামাতের ইজতেমার অংশ হিসেবে এবার খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার সকালে জেলা সদরের জিরোমাইল মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় ইজতেমা মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়। শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

ইজতেমা কমিটির সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত পাঁচ হাজারের অধিক মুসল্লির আগমন ঘটেছে এখানে। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি ও অস্থায়ী টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবে। ইজতেমা প্যান্ডেলের মধ্যে ছয় হাজার মুসল্লির রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে।

আগত ধর্মপ্রাণ মুসলমানরা যাতে তাদের নিজ নিজ অবস্থান খুঁজে পায় সেজন্য উপজেলাভিত্তিক নাম দিয়ে নির্দিষ্ট জায়গা দেখানো হয়েছে। এছাড়া মানচিত্রের মাধ্যমে অস্থায়ী টয়লেট, অজুখানা ও খাবার পানি কোথায় আছে তাও দেখানো হয়েছে। ইজতেমা উপলক্ষ্যে  স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুটি অস্থায়ী পুলিশ বক্সও বসানো হয়েছে।