গাছদূত ফেলিক্স ফিংকবেইনার

মামুন বিশ্বাস
Published : 10 April 2011, 07:24 AM
Updated : 10 April 2011, 07:24 AM

বৈশ্বিক জলবায়ুকে চরমভাবান্নতার হাত থেকে রক্ষায় গাছ লাগানোর আন্দোলন শুরু করে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দিয়েছে ১৩ বছর বয়সী জার্মান শিশু ফেলিক্স ফিংকবেইনার । কাজের স্বীকৃতি স্বরুপ শিশুটিকে জাতিসংঘের সাধারন পরিষদের সভায় ভাষন দানরে সুযোগ দেয়া হয়েছে। তাকে সম্বোধন করাহয়েছে "গাছদূত " হিসেবে । জামর্মান শিশুটি যখন গ্রেড ৪-এর ছাত্র তখন শ্রেণীকক্ষের সহপাঠীদের নিয়েই প্রতিষ্ঠা করে ফেলে " ধরিত্রী জন্য গাছ "(Plant for the planet) নামের একটি সংগঠন । এর উদ্দেশ্য হচ্ছে , জলবায়ুর পরিবর্তন ঠেকাতে যতটা সম্ভব গাছ লাগানো যায় । তার সংগঠনের সদস্য এখন ৯১ টি দেশের এক লাখেরও বেশি শিশু, যাদের উদ্যোগে এ পর্যন্ত ৩৫ লাখের ও বেশি গাছ লাগানো হয়েছে ।