ধোলাইখালের অবশিষ্টাংশ

মামুন ম. আজিজ
Published : 9 Nov 2011, 05:04 PM
Updated : 9 Nov 2011, 05:04 PM

এক কালে ঢাকায় অনেক খাল ছিল । সংখ্যায় ৩০ এর উপরে। খুব বেশী আগের ছিল না সে কাল। এইতো গত শতকে নবাবদের সময়। তারা খালে নৌকায় ভ্রমন করে বেড়াত। খালগুলো কানেকটেড ছিল। ঢাকার ইতিহাসে এসব পাওয়া যায় সাথে চিত্রও। এই সকল খালের অন্যতম ছিল ধোলাইখাল। এই খাল একদিকে বেঁকে চলে গিয়েছিল সূত্রাপুর হয়ে বুড়িগঙ্গায় আর অন্যদিকে বেঁকে চলে গিয়েছিল দয়াগঞ্জ হয়ে সায়েদাবাদ । সেসব এখন নেই। সূত্রাপুর আর দয়াগঞ্জের দুটি বিখ্যাত খাল ভরাট করে রাস্তা বানানো হয়েছে। দুটি বিখ্যাত ব্রীজ হারিয়ে গেছে কালের প্রয়োজনে। ধোলাইখালের যেটুকু অবশিষ্টাংশ ইতিহাসের স্মৃতি বহন করছে ছবিতে সেই জলাশয় বা নর্দমাটুকুই দেখা যাচ্ছে।