আজ ১০ই নভেম্বর, নূর হোসেন দিবস

মামুন ম. আজিজ
Published : 10 Nov 2011, 05:08 AM
Updated : 10 Nov 2011, 05:08 AM

শহীদ নূর হোসেন চত্বর — (জিরো পয়েন্ট) —আজ ১০ই নভেম্বর, নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর 'জিরো পয়েন্টে' পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন। নূর হোসেনের মৃত্যুর মাধ্যমে স্বৈরাচার নিপাতের মূল সূচনা শূরু হয়েছিল।এরশাদবিরোধী আন্দোলনের সেই দিনে বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন। (ছবিটি তোলা সকাল ১০ ঘটিকা, ১০/১১/১১)