রাজপথে ঘোড়ার গাড়ি কি বাড়তি যানজট বাড়াচ্ছে না?

মামুন ম. আজিজ
Published : 13 Nov 2011, 07:50 PM
Updated : 13 Nov 2011, 07:50 PM

টমটম — ঘোড়ার গাড়ি। এই যানজটের আহাজারীর শহরে আজও গুলিস্তান হতে সদরঘাট পর্যন্ত রুটে সকাল সন্ধ্য চলছে ঘোড়ার এই গাড়ি। ঘোড়াগুলো রুগ্ন কিন্তু যাত্রীর কমতি নেই। সেই ১৮৬৫ সালে নাকি সর্ব প্রথম ঢাকায় ঘোড়ার গাড়ীর প্রচলন হয। ঐতিহ্য বজায় রাখার মানসে ঘোড়ার গাড়ীর প্রচলনটা থাকা দরকার, কিন্তু সেটা কোন সুন্দর ফাঁকা সড়কে বা কোন পর্যটন এলাকায় তাহলেই কি সুবিধাজনক নয়?..ভারতে তাজমহলের সামনে দেখেছি ঘোড়ার গাড়ী চলে। মেইন রোড থেকে অনেকটা পথ তাজমহল পর্যন্ত। ঐটুকু পথে চলে। আমাদের এখানে রাজধানীর রাজপথে ঘোড়ার গাড়ী কি বাড়তি যানজট বাড়াচ্ছে না?