জিতব নিশ্চয়

মামুন ম. আজিজ
Published : 17 Feb 2011, 06:35 AM
Updated : 17 Feb 2011, 06:35 AM


গতবছর বিশ্বকাপে কেঁপেছিল বিশ্বটা
সেই কাপাঁয় বাংলাদেশেও দৌড়েছিল অশ্বটা
ফুটবলের সে উত্তাপে গরম হয়ে বাঙ্গালী
ছাদে ঘাটে মাঠে তোরাও পতাকা সব টাঙ্গালী।
নীল আকাশি সবুজ কমলা, লাল বেগুনী সাদা
কত দেশের কত পতাকা সে যে ভীষন ধাঁধাঁ,
ভিন দেশের পতাকা ভীড়ে লাল সবুজের হার,
কিন্তু ক্রিকেটের এ বিশ্বকাঁপে কি হলো এবার?

এবার কোথায় গেলো সেই পতাকা কালচার
নিজ দেশের বিশ্বকাঁপে এ যে ভীষন অনাচার!
এখন যদি নাই টানাবি তখন তবে কেনো
তখন অনেক জোস ছিল এখন আর নেই যেনো…

নানান রঙে চারু ঢঙে সেজেছে রাজপথটা
সবার মুখে সর্বত্র এই বিশ্বকাঁপেরই আড্ডা
মনোমুগ্ধ আড়ম্বরে আজই কাঁপবো বিশ্বকাপে
হারি জাতি যাহাই হোক আনন্দই চমকাবে।

পতাকা নিয়ে মাতামাতি তেমন কিছুই নয়…
ভিন দেশ নিয়ে পাগালামিটা একটু বেশি হয়।
সে কারনে নিজ দেশে যখন বিশ্বকাপটা এল
পতাকার সেই মাতামাতি এবার থেমে গেলে;
সেটাই বড্ড চোখে লাগে, সেটাই মূল বিষয়।
পতাকা তো মনের ভেতর , জিতবো নিশ্চয়।

১৭/২/২০১১