সামাজিক দায়বদ্ধতা

মোহাম্মদ আয়নাল হক
Published : 13 Sept 2015, 03:23 AM
Updated : 13 Sept 2015, 03:23 AM

প্রিয় বন্ধুগণ, প্রতেকটি মানুষের জীবনে কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে কিছু লিখার চেষ্টা করছি। আমাদের সকলের প্রিয় গ্রাম সোয়াইতপুর। যার সৃষ্টি হয়েছিল কিছু মহান মনের মানুষের সুচিন্তার ফল
হিসেবে। যার সোয়াইতপুরে প্রতিষ্ঠা করেছিল, স্কুল, হাসপাতাল, বাজার, মসজিদ, সমাজ কল্যাণ আরো অনেক কিছু। এই সামাজিক উন্নয়নের পিছনে যে মহান মানুষগুলোর অগ্রণী ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে
কিছু নাম উল্লেখ না করলেই নয়, মরহুম লেদু তালুকদার, হাছেন আলী মন্ডল, আঃবয়াতি,ইয়াছিন আলী মন্ডল, মুন্তাকাজী, সামছল আলী আকন্দ, হাজী রুস্তম আলী মন্ডল। এই মহান মানুষগুলোর মধ্যে আজ অনেকেই আমাদের মাঝে নেই। তারা হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সোয়াইতপুরের উন্নয়নের গতিধারা স্থির হয়ে আছে। সেই উন্নয়নের গতিধারি সচল রাখার জন্য, আমাদের গ্রামের সময়ের দাবি হিসেবে সর্বপ্রথমে প্রয়োজন একটি কলেজ প্রতিষ্ঠা করা। যদি সেটা সরকারি ভাবে সম্ভব না হয়, তবে বেসরকারি উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা করা বিশেষ প্রয়োজন।

বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত আশা করছি।