টাঙ্গাইল শহরে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল চাই

মোহাম্মদ আয়নাল হক
Published : 20 Jan 2017, 01:33 AM
Updated : 20 Jan 2017, 01:33 AM

মাননীয়া প্রধানমন্ত্রী,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমীপে

বিষয়ঃ আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা প্রসঙ্গে

জননেতা শেখ হাসিনা,

যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আপনাকে জানানো যাইতেছে যে, টাঙ্গাইল এ "বঙ্গবন্ধু বহুমুখী সেতু" হওয়াতে অত্র এলাকার উপর দিয়ে উত্তরবঙ্গের প্রায় ৩৬ টি জেলার লক্ষ লক্ষ মানুষ সহ সারা বাংলাদেশের জনগণ এই অঞ্চল দিয়ে সরাসরি চলাচল করে। ইতোমধ্যে আপনার মেগা প্রজেক্ট "এশিয়ান হাইওয়ে" এরও কাজ শুরু হয়ে গেছে। অথচ এখনো পর্যন্ত টাঙ্গগাইলে আন্তর্জাতিক মানের কোনো বাসস্টান্ড তৈরি হয়নি।

টাংগাইল সদর বিশ্বাস বেতকা মুন্সীপাড়ার পূবর্বপাশে শত শত একর সরকারী বধ্যভূমি গোড়াই নদী পড়ে আছে। এই গোড়াই নদীর পূর্বপাশ সংলগ্ন এলাকা দিয়েই মহাসড়ক অবস্থিত।

অতএব, উক্ত পরিত্যক্ত ভূমি উদ্ধার ও সংরক্ষণ করে একটি আন্তর্জাতিক মানের বাসস্টান্ড নির্মাণ করা সম্ভব। এতে পুরো বাংলাদেশ সহ আন্তঃবিশ্বের মানুষ উপকৃত হবে। অতএব, হুজুর সমীপে আকুল আবেদন এই যে, উক্ত বিষয়ে সুদৃষ্টি প্রদান করে বিবেচনা করবেন।

পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।

নিবেদক
দেলোয়ার হোসেন বাবন
টাঙ্গাইল সদর- ১৯০০