মোহাম্মদ আয়নাল হক
Published : 4 June 2017, 11:21 AM
Updated : 4 June 2017, 11:21 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসাবাইদ বাজার সংলগ্ন মাঠে কৃষকরা শুরু করেছেন সেই পুরনো দিনের ঐতিহ্য ফিরে পাওয়া আউশ ধানের চাষ। স্থানীয়ভাবে এই ধান ভাতুরী ধান বা চাকুইলা ধান নামে পরিচিত। গত কয়েক দিন ধরে ধানের চারা লাগানোর কাজ করছে কৃষকরা।