তমালতলায় বৃন্দাবন

মোহাম্মদ আয়নাল হক
Published : 8 Feb 2019, 12:13 PM
Updated : 8 Feb 2019, 12:13 PM

অনেকেই বলেন,  এই তমালবৃক্ষটি হাজার বছরের পুরনো। এতে অনেকের দ্বিমত থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ শ্রদ্ধার এই গাছটির বয়স কয়েকশত বছর পেরিয়েছে এতে সন্দেহ নেই কারো। রাধা-কৃষ্ণ  এই তমাল তলে অভিসারে আসতেন বলে বিশ্বাস করা হয়। গুপ্তবৃন্দাবন নামে এই এলাকাটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে।  ‍

গুপ্তবৃন্দাবনের এই ছবি গত বছরের তোলা।