সরকারের উপর ভরসা করে লাভ নাই,
লুটপাট,দূর্নীতির বিরুদ্ধে অবস্থানকারীদের এই সরকার ভাল চোখে দেখে না,রেলওয়ের ৭০ লক্ষ টাকা কেলেঙ্কারি ফাঁস করে দেয়া ড্রাইভার আলী আজমের খোঁজ আজ পর্যন্ত পাওয়া গেল না,কিন্তু এ নিয়ে সরকারের কোন মাথা ব্যাথা নাই।
জীবন বাজী রেখে যারা দেশের গরীব জনগনের চার হাজার কোটি টাকা লুটপাট হবার হাত থেকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেল তারা নিশ্চয়ই পাপ করে নাই।
তাই বিডি ব্লগ কর্তৃপক্ষকে বলছি সোনালী ব্যাংকের কর্মকর্তাদ্বয় কে অভিনন্দন জানিয়ে অন্তত কয়েকদিনের জন্য হলেও ব্যানার টানিয়ে দিন,একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করুণ।
নীলকন্ঠ বলেছেনঃ
সহমত পোষন করছি।
আমাদের উচিত দুর্নীতির বিপক্ষে যারা দাঁড়ায় তাদের পক্ষ নেয়া।
লেখককে অনেক ধন্যবাদ
নিশি রহমান ম্যানিলা বলেছেনঃ
দুর্নীতিকে সমাজ,রাষ্ট্র থেকে উচ্ছেদ করার একটি পথ সোনালী ব্যাংকের ঐ মহান কর্মকর্তা দেখিয়ে দিয়েছেন,এখন আমাদের উচিত হবে উনাদের শুরু করে দেয়া কাজটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া,
ধন্যবাদ নীলকন্ঠ