তোফায়েল,মেননের মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়া কিসের ইঙ্গিত বহন করে?

নিশি রহমান ম্যানিলা
Published : 14 Sept 2012, 10:45 AM
Updated : 14 Sept 2012, 10:45 AM

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই দুই বর্ষিয়ান রাজনীতিক জনাব তোফায়েল আহমেদরাশেদ খান মেনন হয়ত জীবনের সবচাইতে সঠিক এবং কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন,সাধুবাদ জানাই এই দুই রাজনীতিক কে,

হলমার্কের তানভীরের পর আরেকজনের খোঁজ পাওয়া গেছে যিনি আরও চতুরতার সাথে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা ব্যাবহার করে ৫৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন! তিনি হচ্ছেন মি গৌতম

আর্থিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলার এমন কোন লক্ষন কি ঐ দুই রাজনীতিক ইতিমধ্যেই পেয়ে গেছেন যেখান থেকে বেড়িয়ে আসা জোট সরকারের বাকী এক বছরে সম্ভব হবে না,
এরকম নাজুক পরিস্থিতিতে মন্ত্রিত্বের প্রস্তাব গ্রহন করলে কেলেঙ্কারির ভাগীদার হওয়া ছাড়া কপালে ভাল কিছুই জুটবে না,আর এজন্যই কি এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেয়া?

এখন শুধুই অপেক্ষার পালা।