মোবাইল অপারেটরদের কাছে জানতে চাই …”মোবাইলে ব্যক্তিগত আলাপন কতটা নিরাপদ?”

নিশি রহমান ম্যানিলা
Published : 5 Jan 2013, 12:29 PM
Updated : 5 Jan 2013, 12:29 PM

পারসোনার কথা আশা করি আপনাদের মনে আছে।
আল্লামা (?) দেলোয়ার হোসেন সাঈদীর লিক হয়ে যাওয়া একটি সম্ভাব্য পরকীয়ার অডিও টেপ ব্লগ আর ফেসবুকে হৈচৈ ফেলে দিয়েছে।একজন আরেকজনকে লিংক ধরিয়ে দিচ্ছেন,ভাবটা এমন যেন এই অপ্রত্যাশিত বিনোদন থেকে কেউ বঞ্চিত না হয়।

হাতি (নাকি শুয়োর !) গর্তে পরলে মনে হয় এমনটাই হয়।
কিন্তু ভাইজান আর বুবুজানেরা আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আজকে যেভাবে সাইদির আলাপন ফাঁস হয়েছে সেভাবে আগামিকাল আপনার আমার ব্যাক্তিগত আলাপন ও ফাঁস হয়ে যেতে পারে।
যেমন ধরুন আপনার ব্যাংক একাউন্ট হতে মোটা অংকের টাকা আপনি তুলতে যাবেন…আপনার এই ব্যাক্তিগত আলাপন যদি সন্ত্রাসীদের হাতে চলে যায় তবে তার ফলাফল কতটা ভয়ানক হতে পারে?

আজকের এই বাস্তবতায় বাংলাদেশের মোবাইল অপারেটরদের কাছে নিচের প্রশ্ন দুইটি করতে চাই …..

# রেকর্ডকৃত মোবাইল আলাপন কে নিয়ন্ত্রণ করেন বা ঐসব রেকর্ড কে বা কোন সংস্থা হস্তগত করার ক্ষমতা রাখেন?
# সাইদি/মিসেস সাইদির কথোপকথন সম্পর্কে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরদের বক্তব্য কি? এসব কি ভূয়া?