জাবি চতুর্থ ব্যাচ এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী

monashah
Published : 5 May 2011, 09:12 AM
Updated : 5 May 2011, 09:12 AM

গত ১ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ এলামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জাবি ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির প্রধান অতিথির বক্তব্য বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা কখনোই বিশ্ববিদ্যালয় থেকে বিছিন্ন নয়। কর্মক্ষেত্রের প্রয়োজনে কেউ কেউ বাইরে থাকলেও নাড়ির টানে তারা সুযোগ পেলে ছুটে আসে জাবি ক্যাম্পাসে। চতুর্থ ব্যাচের ছাত্রছাত্রীরা কর্মক্ষেত্রে সফলতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিশনাল আই জি পি ড. শামসুদ্দোহা খন্দকার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আহসান উললাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক-উজ্জামান, সহকারী এটর্নী জেনারেল বশির আহমেদ, জাকসুর সাবেক ভিপি অধ্যক্ষ এম. এ. জলিল ও জনসংযোগ পরিচালক মীর আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। অধ্যক্ষ এম. এ জলিলকে সভাপতি এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে মহাসচিব করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।