জাবি ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচী:সংঘর্ষের আশংকা

monashah
Published : 7 May 2011, 02:43 PM
Updated : 7 May 2011, 02:43 PM

পাল্টাপাল্টি কর্মসূচী দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপ । গত বৃহস্পতিবার ক্যাম্পাসে অবস্থানরতদের পর গতকাল শনিবার নতুন কর্মসূচী ঘোষণা করে ক্যাম্পাসের বাইরে অবস্থানরত ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ। জানা যায়, গত বছরের ৫ জুলাইয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে স্থগিত হওয়া কার্যক্রম পুনরায় চালু নিয়ে এমন কর্মসূচী দিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, উপাচার্যের বাসভবন ঘেরাওসহ ৭ দিনের কর্মসূচী ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থানরত গ্রুপ। অন্যদিকে নিজেদের স্বাভাবিক ছাত্রত্ব রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশসহ নতুন ৪ দিনের কর্মসূচী ঘোষণা করে সভাপতি-সাধারণ সম্পাদকের গ্রুপ। এ বিষয়ে জাবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে কিছু অছাত্র ও বহিস্কৃত কর্মীরা ধ্বংসাত্মক কর্মসূচী দিচ্ছে। ক্যাম্পাসে অবস্থানরত গ্রুপের নেতা নেয়ামুল পারভেজ বলেন, ছাত্রলীগকে রক্ষা করার জন্যই এ কর্মসূচী দিয়েছে সচেতন ছাত্রলীগ। এদিকে দু'গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।