জাবিতে বিভিন্ন কর্মসূচিতে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী পালিত

monashah
Published : 9 May 2011, 04:53 AM
Updated : 9 May 2011, 04:53 AM

নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়া তলায় বাংলা বিভাগ 'রবীন্দ্র-মহুয়া মঞ্চ' প্রতিষ্ঠা করে। জাবি ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির আকাশে কবুতর উড়িয়ে মঞ্চটির উদ্বোধন করেন। পরে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক আফম দানীউল হক,অধ্যাপক পৃথ্বিলা নাজনীন, অধ্যাপক অনিরুদ্ধ কাহালিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক খালেদ হোসাইন বলেন, রবীন্দ্রনাথ জাতিগত মর্যাদা সমুন্নত রাখতে সোচ্চার ছিলেন। রবীন্দ্রনাথ শিল্প আঙ্গিকের বহুমাত্রিকতার জন্য লিওনার্দো দ্যা ভিঞ্চির সঙ্গে তুলনীয়। দিবসটি উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ 'বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে' শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে এছাড়া রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম প্রদর্শনী, গান, কবিতা, নাটক প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালন করা হয়।