ময়মনসিংহের মানুষ মাটি খায়!

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 31 August 2014, 04:07 AM
Updated : 31 August 2014, 04:07 AM

সারাবিশ্বে তথা ইউরোপ , আমেরিকা ,আফ্রিকা এবং এশিয়ার বিরল ঘটনা ময়মনসিংহের মানুষ মাটি খায় ! মানুষ মাটি খায় সভ্য সমাজে এটি খুবই অজানা কথা । মানুষ সত্যি মাটি খায় এবং তা বাজারে পাওয়া যায়। এর নাম চেরা মাটি। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে কোন কোন এলাকার দরিদ্র মানুষের মধ্যে এ চেরা মাটি খাওয়া প্রচলন এখনও লক্ষ্য করা যায় । বিশেষ করে পোয়াতি মহিলাদের এ মাটির প্রতি বিশেষ আকর্ষণ। বাজার থেকে প্রয়োজনীয় মাছ তরকারির পাশাপাশি ২/৪ টাকার চেরা মাটিও কিনে তারা । একজন মাটি খেকো মহিলার কাছে প্রশ্ন করে জানা যায়,তাদের মা, দাদী এমনকি নানা-নানীও মাটি খেতেন। এটি একটি সখের খাবার । পেট ভরার চাইতে এর মজা খুব।একজন মাটি বিক্রেতা জানান, বৃহত্তর ময়মনসিংহে এ মাটি খাওয়ার প্রচলন খুবই পুরনো। কুম্ভকার সম্প্রদায়ের একজন মাটি তৈরীর কারিগরের সাথে আলাপ করে জানা যায়, বিশেষ এক ধরনের মাটি যাতে বালু নেই নাম তার চেরা মাটি।হালকা আগুনে পুড়িয়ে এটি প্রস্তুত করা হয়।তারা গ্রামে গঞ্জে-গঞ্জে এটি ফেরি করেও বিক্রি করে থাকে।একজন চিকিৎসক জানান, এটি মানুষের প্রচলিত একটি বদভ্যাস যা খুবই আদিম।

ছবি : ময়মনসিংহে খাওয়ার চেরা মাটি