ময়মনসিংহে ইউএনও অফিসে হামলা গ্রেফতার ২

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 5 Sept 2014, 02:02 PM
Updated : 5 Sept 2014, 02:02 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে হামলা ও মারধর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে । গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি রফিকুল ইসলামকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ময়মনসিংহ ডিবি পুলিশ গ্রেফতার করে ।উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ইউএনও তাহমিনা আক্তার । পরদিন আওয়াআমীলীগের একাংশ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সমর্থকরা উচ্ছেদ অভিযানে মধ্যবাজারে স্থাপিত উপজেলা চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিলবোর্ড ভেঙ্গে বঙ্গবন্ধুর অবমাননার অভিযোগে বিক্ষোভ শেষে ইউএনও অফিসে হামলা ও কর্মচারীদের মারধর করে । খবর পেয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্থাকিম বিল্লাহ ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সৈয়দ হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনায় ইউএনও বাদী হয়ে ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মল্লিকা খাতুন ঘটনা তদন্তে ঈশ্বরগঞ্জে আসেন ।মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এস আই রাশেদুল হাসান জানান, মামলায় অভিযুক্ত ২ জনকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ময়মনসিংহ ডিবি পুলিশ গ্রেফতার করে রিপোর্ট লেখা পর্যন্ত আজ শুক্রবার ময়মনসিংহ ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে ।