ময়মনসিংহে পরিচ্ছন্নতা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 11 Sept 2014, 06:58 AM
Updated : 11 Sept 2014, 06:58 AM

ময়মনসিংহ আলগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ স্বনামধন্য প্রতিষ্ঠান ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী বীর মুক্তি যোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কলেজটি প্রতিষ্ঠিত করেন। তার হাতে গড়া ময়মনসিংহ আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজটি এখন একধাপ এগিয়ে। ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে ময়মনসিংহ শিক্ষার ক্ষেত্রে প্রসংশনীয়। অত্র কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় কলেজের উত্তর পাশে দেয়াল সংলগ্ন রেল লাইনের পাশে ময়লার স্তুপের কারণে দুর্গন্ধময় পরিবেশে ছাত্র-ছাত্রীদের ক্লাস কার্যক্রম ব্যহত হচ্ছে। ময়মনসিংহ পৌঁরসভার সফল মেয়র ইকরামুল হক (টিটু) তার সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পৌঁর মেয়র ইকরামুল হক (টিটু) সরকারি সফরে বিদেশে থাকার কারণে ময়মনসিংহ পৌঁরসভার স্যানেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরাফ উদ্দিন ও সুপারভাইজার জিয়া উদ্দিন ইউসুফ, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান মতি উপস্থিত থাকেন এবং কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য অত্র কলেজের ছাত্র আড়াইশত থেকে তিনশত ছাত্র বাড়ী বাড়ী ও দোকানে ও মিন্টু কলেজ বাজারে একটি লিফলেট বিতরণ করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ রক্ষা এবং এলাকা সুন্দর রাখা আমার এবং আপনাদের দায়িত্ব। আপনারা নজর রাখবেন বাসাবাড়ী ময়লাগুলো একটি নির্দিষ্ট এলাকায় ফেলতে এবং মিন্টু কলেজের রেল লাইনের পাশে এবং কলেজের আঙ্গিনায় কেউ যেন ময়লা ফেলে আপনারা তা শক্ত হাতে প্রতিরোধ করবেন। কারণ এ কলেজটি আমার আপনাদেরই সন্তান এই কলেজে লেখা-পড়া করে। তাই সামাজিক সচেনতা সৃষ্টির লক্ষ্যে এলাকাবাসীর ব্যাপক সাড়া পড়েছে এবং পৌঁরসভার গাড়ী ময়লা পরিচ্ছন্নতা দেখে অত্র কলেজের অধ্যক্ষ ও পৌঁরসভার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।