ময়মনসিংহে পলায়নকালে স্বামী আটক

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 15 Sept 2014, 04:57 PM
Updated : 15 Sept 2014, 04:57 PM

ময়মনসিংহে পলায়নকালে স্বামী আটক।ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামে স্ত্রীকে হত্যা করে পালানোর সময় স্বামীকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার নিহতের পিতা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রবিবার স্বামী মোবারক হোসেন(৩৫) তার স্ত্রী খাদিজাকে (৩০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। মূমুর্ষ অবস্থায় খাদিজাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বামী মোবারক হোসেন নিহত খাদিজাকে তার পিতার বাড়ী তারাকান্দার মধুপুর গ্রামে রেখে পালানোর চেষ্টা কালে স্থানীয় জনতা তাকে আটক করে তারাকান্দা থানা পুলিশকে জানান। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশের এস আই আবুল কাশেম এবং সঙ্গীয় ফোর্স এসে মোবারককে হালুয়াঘাট থানায় নিয়ে আসেন এবং আজ সোমবার জেল হাজতে তাকে প্রেরণ করেন। নিহতের পিতা জানান, মোবারক আমার মেয়ে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে । এরপর খাদিজার মুখে বিষ ঢেলে আত্নহত্যার মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করে।