ময়মনসিংহে সাঈদীর রায়ে প্রতিক্রিয়া

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 17 Sept 2014, 04:55 PM
Updated : 17 Sept 2014, 04:55 PM

ময়মনসিংহে প্রতিক্রিয়া সাঈদীর রায়ে G হরতালের সমর্থনে ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় জামায়াতের বিক্ষোভ মিছিল : আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী এর বিরুদ্ধে অবৈধ ট্রাইনুনাল এর অবৈধ রায়ের প্রতিবাদে হরতালের সমর্থনে আজ বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ শহর শাখা। শহর জামায়াতের সেক্রেটারী কামরুল হাসান ইমরুলের নেতৃত্বে ব্রীজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে র্যালীর মোড় গিয়ে শেষ হয়। এদিকে শহরে জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি মিছিল শহরের গাঙ্গিনারপাড় মোড় থেকে শুরু হয়ে তাজমহল মোড় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আল হেলাল তালুকদার, হায়দার করিম, রেজাউল করিম, মাহফুজুর রহমান মুন্তা, আব্দুল বারী, মুজাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান আকন্দ প্রমুখ।

ময়মনসিংহে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আপিল বিভাগের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। আজ বুধবার দুপুরে শহরের ছোট বাজার এলাকা থেকে গনজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, গণজাগরণ মঞ্চের নেতা আব্দুর রব মোশাররফ, আল আমিন আহমেদ জুন প্রমুখ। সমাবেশে গণজাগরণ মঞ্চের নেতারা বলেন, জাতি এ রায় মানে না। দেল্লা রাজাকারসহ সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই।

ফুলপুরে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ মিছিল রায় প্রত্যাখ্যান : যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চূড়ান্ত রায়ের প্রতিক্রিয়ায় ফুলপুর মুক্তিযোদ্ধা সংসদ আজ বুধবার উপজেলা শহরে এক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ শামছুল হক, দুদু মিয়া, ইদ্রিস আলী, আবুল কাশেম প্রমুখ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। বক্তব্যে তারা রায়কে প্রত্যাখ্যান করে সাঈদীর ফাঁসী দাবী করেন।