
ময়মনসিংহে হরতাল বিরোধী মিছিল।আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের যৌথ উদ্দ্যেগে শহরে হরতাল বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এ. কুদ্দুস এর সভাপতিত্বে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উছমান লিটন এর পরিচালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আখেরুল ইমাম সোহাগ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন এইচ.এম ফারুক, রেজাউল হাসান বুলু ,আনোয়ার জাহান, শরীফ, হান্নান মল্লিক, ময়মনসিংহ কলেজের সাবেক ভিপি মনজুরুল আলম লাভলু সহ প্রমুখ। মিছিলটি দলীয় কার্যলয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।