ময়মনসিংহে ৬৮০ মণ্ডপে দুর্গাপূজা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 19 Sept 2014, 06:15 AM
Updated : 19 Sept 2014, 06:15 AM

ময়মনসিংহে ৬৮০ টি মন্ডপে দুর্গাপূজা। ময়মনসিংহে এ বছর ২০১৪ সালে ময়মনসিংহে ৬৮০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরে, মুক্তাগাছায়, ফুলবাড়ীয়ায় , ফুলপুরে, হালুয়াঘাটে , ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে , ঈশ্বরগঞ্জে, গৌরীপুরে , নান্দাইলে , ধোবাউড়ায় এবং তারাকান্দায় দুর্গাপূজাস্থল মন্ডপগুলিতে পুরোদমে চলছে মূর্তি তৈরির কাজ । জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শংকর কুমার সাহা জানান , ইতিমধ্যে সকল মন্ডপ কমিটি পূজার প্রস্তুতি বিষয়ক আলোচনা করেছেন । পুলিশ ও প্রশাসন সূত্র জানায় , দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে । মুক্তাগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান , এবছর ১০১টি মন্ডপে জাকজমক ভাবে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে । গত বছর শিবমূর্তি চুরি হওয়ায় দুর্গাপূজা কার্যক্রমে কিছুটা হলেও ব্যাহত হয় । শিবমূর্তি পাওয়া যাওয়ায় আবারও হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ ফিরে এসেছে । ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৭টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

আগামী (২৯ সেপ্টেম্বর ) সোমবার ষষ্টি পূজা ও দেবীর বোধন, মঙ্গলবার দেবী ষষ্টী ও অদিবাস, বুধবার সপ্তমী পুজা, বৃহস্পতিবার মহা-অষ্টমী পুজা ও শুক্রবার মহা-নববী শেষে বিজয়া দশমী। ৫ দিন ব্যাপি চলবে এ দুর্গোৎসব। সারা দেশের ন্যায় গৌরীপুরের শিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা নির্মানের কাজ প্রায় শেষ করে শুধু প্রতিমার পরিচ্ছদ আর রং করার কাজ বাকী রেখেছেন। এ ছাড়া সার্বজনিন ন্থায়ী মন্দির গুলো ঝাড়-মুচ রং ও অস্থ্য়াী মন্দির নির্মান করে সুদৃশ্য বিশাল প্যান্ডেল,তোরণ নির্মানের কাঠামো তৈরী এবং বর্ণাঢ্য আলোকসজ্জার কাজও শুরু করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর জানিয়েছেন,এ বছর গৌরীপুর পৌর শহরে ১২টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪৭টি পূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তার মাঝে পৌর এলাকার দুর্গাবাড়ী, বাগানবাড়ী, কালিখলা, ঋষিবাড়ী, মাষ্টারপাড়া,হরিজন পল্লী, ষ্টেশনরোড, মধ্যবাজার, মধ্যবাজার পালমন্দির, চকপাড়া, সরকারপাড়া মন্দির,পূর্ব দাপুনিয়া, ও উপজেলার গৌরীপুর ইউনিয়নে ২টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি,সিধলা ইউনিয়নে ২টি, ডৌহাখলা ইউনিয়নে ৭টি,অচিন্তপুর ইউনিয়নে ৭টি, মইলাকান্দা ইউনিয়েনের শ্যামগঞ্জ বাজারে ৪টি,সহনাটি ইউনিয়নে ১টি,মাওহা ইউনিয়নে ৩টি ও বোকাইনগর ইউনিয়নে ৬টি সার্বজনিন বারোয়ারী দুর্গাপূজা আয়োজন করা হয়েছে।