মুক্তাগাছায় বাঁশিরাজ

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 19 Sept 2014, 09:21 AM
Updated : 19 Sept 2014, 09:21 AM

মুক্তাগাছায় বাঁশিরাজ। বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের ঐতিহ্য বাঁশিরাজ চাল। আধুনিক উচ্চ ফলনশীল ধান চাষের সাথে প্রতিযোগীতায় টিকতে না পারায় মুক্তাগাছাসহ ময়মনসিংহে স্থানীয় জাতের এই বাঁশিরাজ ধান চাষ বছর বছর কমছে । একসময় মুক্তাগাছার অধিকাংশ জমিতেই মোটা ও চিকন উভয় জাতের বাঁশিরাজ ধানের চাষ হতো । বাঁশিরাজ ধানের চাল বর্ণে হালকা লাল । এর চালের ভাত খেতে খুবই সুস্বাদু । মুক্তাগাছা এবং তৎসংলগ্ন তথা বৃহত্তর ময়মনসিংহ ছাড়া বাংলাদেশের আর কোথাও এর চাষ হয় না । সারাবছর বাঁশিরাজ চাল খান এমন ব্যক্তিরা জানান, এই চাল সবজী সিদ্ধ দিয়ে খেলে ভোজনে পরম তৃপ্তি পাওয়া যায় । তাছাড়া ভাতের স্বাদের কারণে উপকরণ হিসাবে তরি তরকারী , মাছ মাংস কম খেলেও তৃপ্তি আসে । বাঁশিরাজ চাল বিক্রেতারা জানান, ভোজন রসিকরা অগ্রিম টাকা দিয়ে এই চাল বুকিং করে রাখেন । বাজরে মোটা চাল ৪০-৪২ টাকা এবং চিকন চাল ৫০- ৫২ টাকা সোয়া কেজি দরে বিক্রি হয়ে থাকে । কৃষি অফিস সূত্র জানায় , আগে মুক্তাগাছায় বেশী হলেও এখন এই ধানের চাষ হয় ৫ হাজার হেক্টরে । কৃষকরা জানান, বাঁশিরাজ ধানকে হাইব্রীডে রুপান্তর করা হলে প্রতিযোগীতায় টিকিয়ে রাখা সম্ভব ।