মুক্তাগাছায় লাশ উদ্ধার

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 20 Sept 2014, 04:09 PM
Updated : 20 Sept 2014, 04:09 PM

মুক্তাগাছায় লাশ উদ্ধার |ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পাহাড়পাবইজান উত্তরপাড়া থেকে হযরত আলী (৪৫) নামের এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ । আজ শনিবার লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় আনার পর দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা যায় , ঐ ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের ফজলুল হকের পুত্র দিনমজুর হযরত আলী গত বৃহস্পতিবার পাশ্ববর্তী গ্রামের পাহাড়পাবইজান গ্রামে শ্বশুর বাড়ি আসেন । ঐ রাতেই তিনি শ্বশুরবাড়িতে মারা যান । এরপর গত ২ দিন লাশটি ঘটনাস্থলে পড়ে থাকলে পুলিশে খবর দেয়া হয় । স্থানীয় ইউপি মেম্বার বাদশা জানান , বৃহস্পতিবার হযরতের স্ত্রী নেহারী বেগম (৩৮ ) হযরতের ঘরে ট্রাংকে রাখা ১ লাখ ৩ হাজার ৭০ টাকা নিয়ে বাপের বাড়ি চলে আসেন । হযরত ঐ টাকা নিতে শ্বশুর বাড়ি এলে তার মেয়ে ফাহিমা টাকা গুলি তাকে ফিরিয়ে দেন । কিন্তু ততক্ষণে টাকার শোকে অসুস্থ হয়ে পড়েন হযরত । এরপর তার মৃত্যু হয় । এদিকে টাকা পয়সা নিয়ে হযরতের স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়া এবং মুত্যুর ঘটনায় তার পরিবারের লোকজন লাশ আনতে টালবাহানা শুরু করে । হযরতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে । লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাননি বলে এলাকাবাসী জানান ।হযরতের শ্বশুর অনেক আগেই গত হয়েছেন । শ্বশুর বাড়ির একমাত্র কর্তা ব্যক্তি শ্বাশুরি সালেহা বেগম । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান ,লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে ।