ডিজিটাল বাংলাদেশ দুর্ভাগা জাতি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 7 Nov 2014, 07:11 AM
Updated : 7 Nov 2014, 07:11 AM

ডিজিটাল বাংলাদেশ দুর্ভাগা জাতি। দিন দিন বাড়ছে বাংলাদেশের উন্নয়ন এ কথা অনস্বীকার্য । এ অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে পরমত সহিষ্ণুতার বড় প্রয়োজন । দেশের সামাজিক , অর্থনৈতিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে প্রতিনিয়িত যে অবক্ষয় , অপচয় , অসূর শক্তির অনুপ্রবেশ ঘটছে তা রোধ করতে বৃহত্তর কল্যাণ সাধন করতে পরমত সহিষ্ণুতার কোন বিকল্প নেই । হাজার বছরের নিপীড়িত বাঙ্গালী দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে ১৯৭১ সালে স্বাধীন সর্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে । এ দীর্ঘ পথ পড়ি দিতে ১৯৫১, ১৯৬২, ১৯৬৯,১৯৭১এর মত রক্তাক্ত প্রান্তর অতিক্রম করতে হয়েছে । দু:খজনক হলেও এ কথা সত্য স্বাধীনতার পূর্বে সমগ্র জাতির মধ্যে যে বৃহৎ ঐক্যমত ছিল স্বাধীনতার পর তা আর রক্ষিত হয়নি । গণতন্ত্রের যে মহান আদর্শ মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান স্তম্ভ ছিল ৪৩ বছরেও আজ বাংলাদেশে পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি হয়নি। স্বাধীনতার পর দেশে কোন ইস্যু ভিত্তিক বৃহত্তর ঐক্য আজও গড়ে উঠেনি । যে মহান লক্ষ নিয়ে লাখ লাখ বীরের তাজা রক্তে দেশ স্বাধীন করেছিলো সুযোগ ছিলো তাদের এই মহান ত্যাগের প্রতি শ্রদ্ধাশলি থেকে স্বাধীনতার পর দলমত নির্বিশেষে ব্যাপক ভিত্তিক এক জাতীয় সরকার গঠন করা । দুর্ভাগ্য জাতি এ মহান সুযোগ থেকে বঞ্চিত হল । শুধু তাই নয় পরমত সহিষ্ণুতার অভাবে বার বার পরিবর্তিত হল সরকার পদ্ধতির । যদিও বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির তথা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তিত তবু পরমত সহিষ্ণুতার অভাবে তা ম্রিয়মান । গণতন্ত্রের মূলমন্ত্র হলো অপরের মতকে শ্রদ্ধা করা জণগণের কাছে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করা । যা আমাদের দেশে বড় অভাব । দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো হীনমণ্যতার কারণে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে একত্রিত হতে পারছে না। আধুনিক সভ্যতায় যখন ডিজিটালের জয় জয়কার তখন ডিজিটাল বাংলাদেশ শ্লোগান নিয়েও চলে ব্যঙ্গ বিদ্রুপ । তাই সামাজিক , অর্থনৈতিক, সাংস্কৃতিক কোন ক্ষেত্রেই আমরা কাঙ্খিত সাফল্য লাভ করতে পারেনি । আজ বাংলাদেশে যে ব্যাপক জঙ্গীবাদের উত্থান, ধর্ষণ, গুম, হত্যা, চাঁদাবাজী, সন্ত্রাস, মাদকাসক্তি , কালোবাজারী ,পাচার, ইত্যকার অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পোঁছতে পারছে না । শুধুমাত্র দলীয় সংকীর্ন দৃষ্টিভঙ্গির কারণে আজ পর্যন্ত বৃহৎ কোন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ সম্ভব হয়নি । প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহিষ্ণুতার বিকল্প নেই । এটি বাস্তবায়িত হলেই রাজনৈতিক দলগুলি ঐক্যমতে পোঁছে গঙ্গাচুক্তির মত বৃহৎ ইস্যুগুলির সমাধান আনতে পারবে বলে আমার বিশ্বাস ।