শেখ রাসেলের জন্মদিনের শ্লোগান হোক ‘সবার আগে শিশু’

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 18 Oct 2014, 06:51 AM
Updated : 18 Oct 2014, 06:51 AM

বাঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে নিরপরাধ শেখ রাসেলের ৫০ তম জন্মদিন আজ শনিবার । ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন । ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল । বঙ্গবন্ধুর সাথে নরপিচাশরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিলো । মৃত্যুকালে তিনি ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন । প্রতিবছরের ন্যায় এবছরও তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করবে । আপরা কি পারি না এই জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের আত্নাকে শান্তি দিতে । তাই আজকের দিনটিকে স্মরনীয় করে রাখতে আমাদের শ্লোগান হোক সবার আগে শিশু। আসুন আমরা শিশুদের শান্তি ও সম্প্রীতি , সুস্বাস্থ্য , মর্যাদা সহকারে পরিপূর্ণ সম্ভানায় প্রতিটি শিশুর বিকশিত হতে পারার উপযোগী ক্ষেত্র ও পরিবেশ তৈরি করে দেই। ১৯৮৯ সালে আন্তর্জাতিক সম্প্রদায় শিশু অধিকার সনদ গ্রহণ করে । এই সনদ অনুযায়ী সকল শিশুর বেঁচে থাকার অধিকার , নিরাপত্তার , শোষণ থেকে মুক্ত থাকার এবং তাদের জীবনকে স্পর্শ করে এমন সিদ্ধাতে তাদের মতামত গ্রহণের অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে । শিশুদের আদর যত্ন, রোগ প্রতিরোধ , নির্যাতন ও শোষণ বন্ধ , শিশুদের কথা শুনা , প্রতিটি শিশুর শিক্ষা , সামাজিক প্রতিহিংসা থেকে শিশুদের রক্ষায় আন্তর্জাতিভাবে আহবান জানানো হয়েছে । আমরা বীর ,সমৃদ্ধি আর শান্তির জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি । লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা আনতে পেরেছি আর ছোট্র শিশুদের সুরক্ষা , স্বাস্থ্য সন্মত পরিবেশ, শিশুশ্রম বন্ধ , সুস্থ্য বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে পারিনা । অবশ্যই পারি । আজ থেকে বাঙ্গালীদের শ্লোগান হোক সবার আগে শিশু । এই শ্লোগান বাস্তবায়ন করতে পারলেই, অন্যরকম সুন্দর এক রূপ নিয়ে বাংলাদেশকে দেখা যাবে পৃথিবীর বুকে ।