ময়মনসিংহে দীপাবলী উৎসব

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 23 Oct 2014, 05:13 PM
Updated : 23 Oct 2014, 05:13 PM

ময়মনসিংহে দীপাবলী উৎসব । ময়মনসিংহ জেলার সর্বত্র ময়মনসিংহ সদরে, মুক্তাগাছায়, ভালুকায়, ত্রিশালে,গফরগাঁওয়ে, নান্দাইলে, ঈশ্বরগঞ্জে ,হালুয়াঘাটে, ফুলপুরে,ধোবাউড়ায়, ফুলবাড়ীয়ায়, তারাকান্দায় এবং গৌরীপুরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দীপাবলী ,দেওয়ালী উৎসব শুরু হয়েছে । দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ । শ্রী শ্রী লক্ষী ও অলক্ষী পূজা । উল্কাদানং। দীপাদানম্ । দীপান্বিতাকৃত্যম্ উৎসবে মেতেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। দীপাবলী সনাতনধর্মীদের উৎসব বিশেষ। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত । মহালয়ায় শ্রাদ্ধগ্রহণের জন্য যমলোক ছেড়ে যে পিতৃপুরুষগণ মর্ত্যে আগমন করেন বলে, তাঁদের পথ প্রদর্শনার্থে উল্কা জ্বালানো হয়। এ উপলক্ষে আলোকসজ্জা ও বাজি পোড়ানো হয়েছে । পূর্বপুরুষদের আত্নার শান্তির জন্য প্রদীপ বাতি বা চৌদ্দ পুরুষের বাতি প্রজ্জ্বলন করা হয়েছে । শিশির ঝরা হেমন্তের ঘনঘোর অমাবশ্যা তিথিতে দীপাবলীর আলোকে উদ্ভাসিত হয়ে উঠে চারদিক। সনাতন ধর্মমতে, এই মাহেন্দ্রলগ্নে আবির্ভাব ঘটবে মঙ্গলময়ী জননী কালী দেবীর। আজ বৃহস্পতিবার মহা দীপাবলী উত্সব ও শ্যামাপূজা। সনাতন ধর্মাবলম্বীরা পালন করছে দীপাবলী উত্সব। ময়মনসিংহে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে এই পূজা। রাতে মণ্ডপে মণ্ডপে চলবে শ্যামা দেবীর পূজা। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জাসহ নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি শেষ হয়েছে। একইসঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে-ঘরে দীপাবলী উদযাপনের জন্য প্রদীপ জ্বালানো হয়েছে।পঞ্জিকা সূত্রে জানা যায়,আজ ৫ কার্তিক , ২৩ অক্টোবর ২০১৪,বৃহস্পতিবার -গ্রহণ স্পর্শ (আরম্ভ) রা ঘ ১/৩৮ মি । গ্রহণ মধ্য রা ঘ ৩/৪৫ মি.। গ্রহণ মোক্ষ (সমাপ্তি) শেষ রা ঘ ৫/৫২মি. । গ্রহণস্থিতি ৪ ঘন্টা ১৪ মিনিট । গ্রাসমান ০.৮১২ ।