জোড়া তালির পোশাকে ৬০ বছর

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 8 Nov 2014, 06:12 AM
Updated : 8 Nov 2014, 06:12 AM

হায়রে মানুষ রঙ্গিন ফানুষ দম ফুরাইলেই ঠুস । সদাহাস্যোজ্জ্বল কোরবান ফকিরকে গুনগুনিয়ে এই গান গাইতে শোনা যায় । ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা শহরের ঈশ্বরগ্রামের বাসিন্দা কোরবান ফকিরের বয়স ৭২ বছর । ১২ বছর বয়স থেকে তিনি এক মহান ব্রত পালন করে চলেছেন । ৬০ বছর ধরে জোড়া তালির পোশাক পড়ে পাড়ি দিয়েছেন জীবনের দীর্ঘ চলার পথ । দর্জিদের ফেলে দেয়া কাপড় সংগ্রহ করে জোড়া তালি দিয়ে নিজেই তৈরি করেন লুঙ্গি আর ফতোয়া । জোড়া তালির পোশাক পরিহিত কোরবান নিজেকে স্বাচ্ছন্দ বোধ করেন । কোরবান ফকির পেশায় একজন কবিরাজ । তার কবিরাজি চিকিৎসায় অনেকে জটিল রোগ থেকে মুক্তি পেয়েছেন বলে তার দাবী । রোগমুক্তি পেয়ে অনেকে খুশী হয়ে তাকে নতুন জামা কাপড় দিলে তিনি তা গরীব দু:খিদের মাঝে বিলিয়ে দেন । কোরবান বলেন ,জগৎ সংসারে ভালো পোষাক পরিচ্ছেদের গুরুত্ব মূল্যহীন । মানুষের পরিচয় পোষাকে নয় । তার কর্মে ।