ময়মনসিংহে আমন ক্ষেতে পোকা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 25 Nov 2014, 06:59 PM
Updated : 25 Nov 2014, 06:59 PM


ময়মনসিংহে ১৩ উপজেলার সর্বত্র আমন ক্ষেতে পোকা ও ছত্রাকের আক্রমণে বহু জমির পরিপক্ক ধান বিনষ্ট হয়ে যাচ্ছে । পোকা ও ছত্রাক পাশ্ববর্তী ক্ষেতে ছড়িয়ে পড়ায় দিশেহারা কৃষক পাকা ধান ক্ষেত পুড়িয়ে ফেলছেন আবার কেউ কেটে ফেলছেন। জানা যায়, ঘাসফড়িং বা কারেন্ট পোকা আমন ধান গাছের গোড়ার রস চুষে ফেলছে। যার কারণে গাছ শুকিয়ে খড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে । তবে জেলা কৃষি বিভাগের দাবী, মোট জমির তুলনায় আক্রান্ত জমির পরিমাণ শতকরা ১ ভাগও নয় । শীত পড়তে থাকায় এ পোকার আক্রমণ দ্রুত কমে যাবে । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ২লাখ ৫৬ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । এই লক্ষ্যমাত্রা অতিক্রম করে চাষ হয় ২লাখ ৬৬ হাজার হেক্টরে ।

জেলার ত্রিশাল, তারাকান্দা, ধোবাউড়া, মুক্তাগাছায় গত ২০/২৫ দিন ধরে পোকা ছত্রকের আক্রমণ দেখা দিয়েছে । ত্রিশালের বালিদিয়ার রতন সরকার, কানিহারির ইউনুস আলী তারাকান্দার লুৎফর প্রমুখ ভুক্তভোগী কৃষক জানান , পোকা ও ছত্রাকের আক্রমণে তাদের ক্ষেত্রের আমন ধান বিনষ্ট হওয়ায় গাছ কেটে ফেলা হয়েছে । তারাটির কৃষক মন্টু মাষ্টার জানান, ছত্রাক পাশ্ববর্তী ক্ষেতে ছড়িয়ে পড়ায় ফসল পুড়িয়ে ফেলা হয়েছে । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. এস এম আবুল হোসেন জানান, গত ২/৩ বছর এ পোকার আক্রমণ ছিল না । এবার হঠাৎ করেই এর উপস্থিতি দেখা দেয় । আবহাওয়ার তারতম্যের কারণেই এমনটি হয়েছে । পোকা দমনে কৃষকদের ওষুধ স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে ।