মাইনুল তোমাকে শ্রদ্ধা রাখিব স্মরণে অনন্তকাল

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 11 Nov 2014, 06:19 AM
Updated : 11 Nov 2014, 06:19 AM

আজ সোমবার স্মৃতিসৌধের মহান স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এর মৃত্যু আমাদের ব্যথিত করেছে । হে স্থপতি সৃষ্টিকর্তা তোমার দেহ কেড়ে নিলেও তোমার কর্ম আমাদের কাছে অমর হয়ে থাকবে চিরকাল ।আনাদি মহাকালের চক্রলীলার আবর্তে নিয়ত ঘুরছে মানব জীবন । বিশ্বসৃষ্টির সর্বত্রই সৃষ্টি – ধ্বংস , জন্ম মৃত্যুর শ্বাশত ও অমোঘ বিধান । এই বিধান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কারো নেই । তবু জন্ম মৃত্যুর এই রহস্যময় খেলায় অমর হওয়ার একান্ত বাসনায় মানষের চেষ্টার অন্ত নেই । আর এই চেষ্টার মধ্যেই নিহিত রয়েছে মানব জীবনের শ্রেষ্ঠত্ব । কর্মই তার এই শ্রেষ্ঠত্বের নির্ধারক । কর্মহীন জীবনের স্থবিরতা মৃত্যুরই নামান্তর । তাই জন্মগ্রহনের পর থেকে যারা কর্মের মহোৎসবে যোগদান করে তাদের মধ্যেই জীবনের লক্ষণ প্রকাশ পায় । অন্যদিকে যারা নিরালা-নির্ভৃতে অকর্মন্য জীবন যাপন করে তাদের মধ্যে মৃত্যুর লক্ষণই প্রকাশ পায় । এভাবে বেঁচে থেকে যাদের জীবনবসান হয় মানুষ তাদের স্মরণে রাখে না । কেননা মানুষের বৃহৎ কর্মযজ্ঞে এদের কোন অবদান নেই । আর যারা অমোঘ মৃত্যুর কথা ভেবে সংক্ষিপ্ত জীবন পরিসরে মানব কল্যাণ অবদান রেখে যেতে পারে , মানুষ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে । মৃত্যু তাদের কেড়ে নিয়ে যায় বটে কিন্তু কর্ম তাকে বাঁচিয়ে রাখে । মূলত কর্মের দ্বারাই সে অমর হয়ে থাকে । মাইনুল আমরা তোমাকে ভুলবো না । তুমি বেঁচে থাকবে আমাদের মাঝে অনন্তকাল ।