রাজনৈতিক দল যে কারণে গণতন্ত্র দিতে পারে না

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 4 Feb 2015, 06:15 PM
Updated : 4 Feb 2015, 06:15 PM

কোন রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে না উঠে তবে সে দল কখনই গণতন্ত্র দিতে পারে না । বরং গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতন্ত্র কায়েমের প্রতি আগ্রহ দেখায় । দলের সর্বনিন্ম স্তর হতে শীর্ষস্থানীয় নেতা ও কর্মীদের গণতন্ত্রমণা এবং দলের নেতা নেত্রী নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে ।নেতা বা নেত্রীর দ্বারাই যদি সবকিছু চুড়ান্ত হয় বা নেতা ও নেত্রীকে কেন্দ্র করে যদি সকল সিদ্ধান্ত নেয়া হয় তবে সে দল কখনই গণতন্ত্র দিতে পারে না । বাংলাদেশের দল ব্যবস্থায় নেতা ও নেত্রীই সর্বেসর্বা । এই অবস্থার কারণে দেশের রাজনীতিতে দলীয় চর্চা থাকলেও গণতন্ত্রের চর্চা নেই । রাজনৈতিক দলের পরম গুণ হবে সহনসীলতা । অন্য দলের মত সহ্য করার ধৈর্য ও সহ্য শক্তি থাকতে হবে । নিজের মত প্রকাশ করার ও অন্যের মত শোনার মানসিকতা যদি না থাকে তবে সেখানে গণতন্ত্র থাকতে পারেনা । বাংলাদেশে দলগুলো তিুচ্ছ ব্যাপার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । ভূল বোঝাবুঝি , আক্রমণাত্বক কথাবার্তা , তিরস্কার এমনকি নাম ধরে গালিগালাজ করার মানসিকতা আমোদের দলগুলোর প্রবণতায় পরিণত হয়েছে । এরূপ প্রবণতা গণতন্ত্র বিরোধী । গণতন্ত্রের স্বার্থে দল ব্যবস্থাকে গণতান্ত্রিক মূল্যবোধ , চেতনা ও মানসিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে । এব্যাপারে আর বিলম্ব করা উচিত নয় বলে আমি মনে করি ।