মুক্তাগাছার খিলবাড়ি গ্রামের মানুষ জানেন না ’Student’ কী!

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 7 Feb 2015, 04:19 PM
Updated : 7 Feb 2015, 04:19 PM

The life of a student is a life of preparation for the struggle of life .To make him well fitted for the struggle ,education is necessary .Students of today will lead the nation tomorrow .But if their education is not complete .Would they be able to lead the country to peace and prosperity? মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খিলবাড়ি গ্রামের ৯৮ ভাগ মানুষ আজো জানেন না উপরোক্ত কথার অর্থ এই, ছাত্রজীবন জীবনের প্রস্তুতির সময়- এ প্রস্তুতি জীবন সংগ্রামের। জীবনের সংগ্রামকে দৃঢ়ভাবে মোকাবেলা করার জন্য শিক্ষার দরকার।

আজকের ছাত্র আগামি দিনের জাতির পরিচালক। কিন্তু ছাত্রদের শিক্ষা যদি পূর্ণ না হয় তাহলে কি তারা দেশকে শান্তি বা উন্নতির দিকে পরিচালনা করতে পারবে ? আমার উত্তর কখোনই না । খিলবাড়ি গ্রামের শিশুদের যে বয়সে বই হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা সেখানে তারা কোদাল নিয়ে ক্ষেতে যায় । এর বড় কারণ হচ্ছে, এই গ্রামের ২ কিলোমিটারের মধ্যে নেই কোন সরকারী বা বেসরকারি কোন স্কুল । গ্রামটির পূর্বে পোড়াবাড়ি , পশ্চিমে পাহাড়পাবইজান , উত্তরে কাশিমপুর, দক্ষিণে খালিয়াবিল । গ্রামটির আধা কিলোমিটার নিকটবর্তী কাশিমপুর ইউনিয়নের একটি প্রাইমারী স্কুল থাকলেও অন্য ইউনিয়ন হওয়ায় সেখানে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ ঐ গ্রামের অভিভাবকরা ।এতকিছুর পরও ঐ গ্রামে শিক্ষিত মানুষ যে নেই তা কিন্তু নয় ।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ডাক্তার , কলেজের অধ্যাপক আছেন এই গ্রামের মানুষ । কিন্তু তারা কোনদিন তাদের গ্রামে আসেননা । তাদের মাথা ব্যথাও নেই গ্রামের শিশুদের নিয়ে । আমাকে ঐ গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী আরিফ রব্বাণী ফোন করে বললেন, দাদা আমাদের গ্রামে স্কুল নেই এব্যাপারে কিছু লিখেন । তাই এই পোস্ট । আরিফ জানান, মুক্তাগাছায় শিক্ষাক্ষেত্রে অনেক এনজিওর কার্যক্রম থাকলেও আমাদের গ্রামে নেই । এমনকি এই গ্রামে কোন ধর্মীয় শিক্ষা প্রতিস্ঠানও নেই । তিনি আরো জানান, আমার পিতা মোসলেম সরকার এলাকায় বেশকিছু ধর্মীয় প্রতিস্ঠান করেছেন । আমাদের গ্রামে সরকারী বা বেসরকারীভাবে কোন স্কুল গড়ে তোলা হলে আমরা জমি দিতে রাজি আছি । আমি চাই আরিফের এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়িত হোক । শিক্ষা মানুষের মৌলিক অধিকার । মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম । পরিতাপের বিষয় মুক্তাগাছার খিলবাড়ি গ্রামের সিংহভাগ মানুষ এই সর্বাধুনিক যুগে এখনও অশিক্ষার অন্ধকারে হাবুডুবু খাচ্ছে ।