মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের আশার আলো স্বপ্ন কুঁড়ি স্কুল

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 14 Feb 2015, 12:16 PM
Updated : 14 Feb 2015, 12:16 PM

যথাযথ পদক্ষেপ ও পৃষ্ঠপোষকতার অভাবে মুক্তাগাছায় সহস্রাধিক প্রতিবন্ধী শিশু অবহেলার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে । পরিবার ও সমাজের বোঝা হয়ে থাকা এসমস্ত প্রতিবন্ধী শিশু সম- অধিকার , সম সুযোগ ও সম -অংশগ্রহণ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত । এরা অধিকাংশই বুদ্ধি , দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী । তন্মধ্যে ৫ শতাধিক প্রতিবন্ধী শিশুর পিতা- মাতা দারিদ্র সীমার নীচে বসবাস করছে । এরা প্রতিবন্ধী হওয়ার পরও অর্ধাহার ও অপুষ্টির শিকার হয়ে কৈশর পেড়িয়ে বড় হচ্ছে । কোমলমতি এসব প্রতিবন্ধী শিশুর সন্মুখ দিয়ে স্বচ্ছল ও বিত্তবান পরিবারের সুস্থ ছেলে- মেয়েরা হেসে খেলে উন্নত পোষাক পরিচ্ছদ পড়ে স্কুলে যায় । শিক্ষা বঞ্চিত অসহায় প্রতিবন্ধী শিশুরা এই দৃশ্য দেখে দু:খ ভারাক্রান্ত হয় । এদের অভিভাবকরা জানান, অর্থনৈতিক দৈন্যতার কারণে অপুষ্টির শিকার হয়ে আবার কেউবা জন্মগত দৃষ্টি আবার কেউ শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হয়েছে । উপার্জন অক্ষম পিতা- মাতার সংসারে উপার্জনের দায়ভার বর্তেছে তাদের উপর । পেশা হিসাবে তারা বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি ।
মুক্তাগাছায় অবহেলিত প্রতিবন্ধী শিশুদের পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী । ২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন স্বপ্ন কুঁড়ি স্কুল । ২০১২ সালে সরকারের সমাজসেবা অধিদপ্তরের রেজিস্টেশনের মাধ্যমে যাত্রা শুরু হওয়া স্কুলটিতে এখন ৪ শতাধিক প্রতিবন্ধী ছাত্র- ছাত্রী । শহরের আটানী বাজার রোড এলাকায় স্কুলটিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সেবার পাশাপাশি স্বাস্থ্য সেবা, কারিগরী উন্নয়ন ,জীবনমান উন্নয়নের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে আত্ননীর্ভরশীল হিসাবে । স্বপ্ন কুঁড়ির প্রতিষ্ঠাতা দেবাশীষ ঘোষ ঘোষ জানান, ১৯ জন শিক্ষক প্রতিবন্ধী এই শিশুদের জ্ঞানের আলো দিয়ে যাচ্ছেন খুব একটা আর্থিক সুবিধা না পেয়েইে । উদ্দেশ্য , প্রতিবন্ধী শিশুদের সমাজে প্রতিবন্ধীতার বোঝা থেকে মুক্তি । বাপ্পীর মতো সারাদেশে সকল সমাজসেবকগণ প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসলে তারা সাধারণ মানুষের মতই প্রতিভার বা দক্ষতার পরিচয় দিয়ে পরিবারের , সমাজের বা রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে । শিক্ষা , প্রশিক্ষণ , কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়ন সম্ভব বলে অভিজ্ঞমহল মনে করেন ।

ছবি : মুক্তাগাছা (ময়মনসিংহ) : প্রতিবন্ধীদের স্কুল স্বপ্ন কুঁড়ি (২) স্কুলে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্র- ছাত্রী