অবরোধের মাঝে অবরোধ ঘটনাস্থল মুক্তাগাছা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 20 Feb 2015, 05:54 AM
Updated : 20 Feb 2015, 05:54 AM

অবরোধের মাঝে অবরোধ ঘটনাস্থল মুক্তাগাছা । সারাদেশে ২০ দলীয় জোটের অবরোধ চলছে । এরই মাঝে গতকাল বৃহস্পতিবার মুক্তাগাছায় ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীদের অবরোধের উদ্দেশ্য তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পূর্বের স্থান হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ থেকে স্থানান্তর করে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে নেয়ার সিদ্ধান্ত এর প্রতিবাদে । অথচ শহীদ স্মৃতি সরকারি কলেজ হতে প্রায় সম দুরত্বে ঐ দুটি কেন্দ্র। তাহলে কর্মসূচী কেনো ? এমন প্রশ্ন অমূলক নয় । এই শিক্ষার্থীরা যদি ভালোভাবে লেখাপড়া করে থাকে তাহলে পরীক্ষা কেন্দ্রতো কোন বিষয় নয় । তাহলে প্রশ্ন দেখা দেয় উদ্দেশ্য কি নকল করে পরীক্ষা দেয়া ? আমাদের দেশে একটি সময় ছিলো যখন নকল করা তখন গোপনীয় কোন বিষয় ছিলো না । নকল নামক অভিশাপ ঐ সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করেছিলো ।গ্রাম ও মফস্বল এলাকার অধিকাংশ কেন্দ্রে নকলের নির্লজ্জ মহোৎসবে অভিভাবক , শিক্ষক , রাজনৈতিক নেতাকর্মী ও ক্যাডাররা শামিল হয় ।অসংখ্য ছাত্র ছাত্রীও পরিস্থিতির কারণেই নকলের প্রতি আসক্ত হয়ে পড়ে ।অত্যন্ত পরিতাপের বিষয় হয়ে দাঁড়ায় এই দুষ্কর্মে অনেক শিক্ষক ও অভিভাবকের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগীতা পরিলক্ষিত হয় । নকলের ভয়াবহতার কারনে জাতি হয় মেধাশূন্য । সেই নকল থেকে মুক্তি দিতে সক্ষম হয় বর্তমান আওয়ামীলীগ সরকার ।সরকারের শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ফর্মুলা আজ আমাদের উপহার দিয়েছে নকলমুক্ত শিক্ষাঙ্গন ।তাহলে এই আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা কেন অবরোধ করছে ? উদ্দেশ্য কি তাদের ? কর্তৃপক্ষ জানিয়েছে স্থান সংকুলান না হওয়ায় কেন্দ্র পরিবর্তন করা হয়েছে ।সুষ্ঠু পরীক্ষা সম্পাদনের স্বার্থে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অযৌক্তিক নয় ।এক্ষেত্রে ঐ শিক্ষার্থীদের অভিভাবকগণ ভূমিকা নিতে পারেন । এহেন আন্দোলন থেকে তাদের সন্তানদের ফিরিয়ে আনতে ।জাতির জীবন থেকে নকল নামক অভিশাপ মুক্ত করতে হলে সরকারের পাশপাশি রাজনৈতিক দল , সুশীল সমাজ , শিক্ষক , গণমাধ্যম , অভিভাবক , শিক্ষার্থীসহ সকল সচেতন মহলকে সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে । এই শিক্ষার্থীদের তাদের কর্মসূচীকে নিরুৎসাহীত করতে হবে । শিক্ষা জাতির মেরুদন্ড । এখানে নকল নামক গুণপোকার বসতি হবার অবকাশ নেই ।