টকশো প্রসঙ্গ

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 21 Feb 2015, 06:30 PM
Updated : 21 Feb 2015, 06:30 PM

রাজনৈতিক বিষয় নিয়ে টেলিভিশনে টক শো আর আগের মতো জমছে না । মনে হয় বক্তাদের কট্ররপন্থি বক্তব্যে বারন করা হয়েছে । টকশোতে কোন বক্তার যুক্তি বা মতামত সংশ্লিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠান গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করেছে এমনটা আজো শুনিনি । টকশোতে অংশগ্রহনকারী ব্যক্তির কোন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে দেশের রাজনৈতিক দলগুলি আন্দোলন করেছে এমনও হয়নি । যা হয়েছে তা হলো টক শোতে অংশগ্রহনকারী নিজ দলের নেতা বা সংশ্লিষ্ট গবেষকদের কথা ভালোলাগা আর বিরোধীদের কথা মন্দ লাগা । তারপরও কি আতংকে কট্ররপন্থি কথাবার্তায় এই শাসন বারন বুঝি না ।