নাস্তিক ব্লগার!

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 2 March 2015, 05:21 AM
Updated : 2 March 2015, 05:21 AM

অনেকে বলেন ব্লগাররা নাস্তিক । আমি এই যুক্তির সাথে একমত নই । ব্লগার কি ? বিভিন্ন প্রচার মাধ্যমে যা প্রকাশিত হয় তা সংবাদ , বিশ্লেষন ,কলাম বা মতামত ইত্যাদি । এসমস্ত লেখা প্রকাশের ক্ষেত্রে লেখককে প্রচার কর্তৃপক্ষ বা প্রকাশকের মন মর্জির উপর নির্ভর করতে হয় । কিন্তু ব্লগারদের ক্ষেত্রে এগুলি নেই তাও না। ব্লগাররা তাদের যেকোন মতামত নিজের ওয়ালে পোস্ট দিতে পারেন ঠিকই কিন্তু সেই পোস্ট প্রকাশের ক্ষেত্রে কর্তৃপক্ষের মন মর্জির উপ নির্ভর করতে হয় । আমি সামহোয়ার ইন ব্লগ , প্রথম আলো , বিডি নিউজ ২৪ ডটকম, প্রিয়ব্লগসহ বেশকিছু ব্লগে দীর্র্ঘদিন ধরে লেখালেখি করে আসছি । তন্মধ্যে শুধু সামহোয়ারইন ব্লগ ছাড়া বাকী ব্লগ কর্তৃপক্ষ নিজেরা পোস্ট আপডেট দেন । এখানেও কর্তৃপক্ষের মন মর্জি , ভালো- মন্দের বিষয় আছে । স্বামী বিবেকানন্দের বাণীতে উল্লেখ আছে যার নিজের উপর বিশ্বাস নেই সে-ই নাস্তিক । ধর্মে আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে-ই নাস্তিক । এ দুটিতে অবিস্বাসী যিনি বা যারা তারা তো মানুষ হতে পারে না । আর মানুষ না হলে কিকরে সে সৃষ্টিকর্তাকে ও মানুষকে নিয়ে লিখবে ?