মুক্তাগাছায় হালিমের ১০ যুগ

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 3 March 2015, 06:29 PM
Updated : 3 March 2015, 06:29 PM

জন্মসূত্রে ময়মনসিংহের মুক্তাগাছার রৌয়ারচর গ্রামের আব্দুল হালিম এখন শহরের লক্ষীখোলা মধ্যহিস্যার স্থায়ী বাসিন্দা । ১শ'১২ বছর বয়সেও চলাফেরা , বাজার-ঘাট নিজেই করেন । সারাদিন কমপক্ষে ৪/৫ কিলোমিটার রাস্তা পায়ে হেটে ঘুরে বেড়ান মুক্তাগাছা শহরের আনাচে কানাচে । আমি ছোট বেলা থেকে তার অবয়ব এখন যা আছে তেমনটাই দেখে আসছি । ব্রীটিশ , পাকিস্তান ও বাংলাদেশ দেখা আব্দুল হালিমকে ১০ যুগেও কাবু করতে পারেনি শারীরিক দুর্বলতা । আব্দুল হালিম জানান, শরীরে শক্তি আগের মত থাকলেও অসুবিধা একটু খাওয়া দাওয়ায়। যৌবনে গরু ছাগলের হাড় চিবিয়ে ঝুড়া করে ফেলেছি । এখন দাঁত নেই তাই তালু আর জিহবার সংমিশ্রনে চেটে চেটে খেতে হয় ; এই অসুবিধা ।