তথ্য-প্রযুক্তি কেড়ে নিয়েছে প্রদীপ’দের ব্যবসা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 2 March 2015, 07:30 PM
Updated : 2 March 2015, 07:30 PM

তথ্য প্রযুক্তি সারা পৃথিবীর চেহারাকে আমূল পরিবর্তন করে দিয়েছে । তথ্য প্রযুক্তির ফলে দেশে বিদেশে তথ্যের অবাধ প্রবাহ শুরু হয়েছে । ফলে মানুষের জীবন যাত্রায় যেমন দ্রুত গতি সঞ্চার হয়েছে, তেমনি মনন পরিচর্যাগত দিকে মানুষের অনেক উন্নতি সাধিত হয়েছে Information Technology তথ্য প্রযুক্তি হল সভ্যতার এক বিষ্ময়কর উদ্ভাবন । সময়ের সঙ্গে সভ্যতার সর্বোত্তম সংযোজনই হল তথ্য প্রযুক্তি। পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্ক হল তথ্য প্রযুক্তির মেরুদন্ড । কিন্তু এই তথ্য প্রযুক্তি কারো জন্য সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা । তাদের ব্যবসায় দাঁড়িয়েছে অন্তরায় হয়ে । এমন একজন ভূক্তভোগী প্রদীপ দে । মুক্তাগাছার কাউনডাঙ্গার চরের বাসিন্দা । পেশায় ঘটক । পাত্র পাত্রীয় খোঁজ খবর রাখা আর তাদের বিয়ের পিঁড়িতে বসিয়ে যা সন্মানী পাওয়া যায় তাই দিয়ে চলে সংসার । প্রদীপ জানায়, ইন্টারনেটের কারনে পাত্র পাত্রী এবং তাদের অভিভাবকরা নিজেরাই আমার কাজটি করে নিচ্ছেন । এখন আগের মতো পাত্র পাত্রির সন্ধান পাই না । আমার কাছে মানুষজন আগের মতো আসেও না । অথচ ৯০ দশক পর্যন্ত এব্যবসা করে দুহাতে রোজগার করেছি । এখন ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে । এ অবস্থা চলতে থাকলে রুটি রুজির জন্য পেশা বদলানো ছাড়া গত্যন্তর নেই ।