ময়মনসিংহে লোহার কুঠি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 16 March 2015, 05:39 AM
Updated : 16 March 2015, 05:39 AM


ময়মনসিংহের মুক্তাগাছার কিংবদন্তি জমিদার মহারাজা শশীকান্তের ময়মনসিংগে গড়া লোহার কুঠি যা আলেকজান্দ্রা ক্যাসেল নামে বিখ্যাত। বাড়িটি তৈরি করতে লোহার পরিমাণ বেশী লেগেছিল তাই এই নামকরণ। পৃথিবী বিখ্যাত বহু ব্যক্তি এই বাড়িতে রাত কাটিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত এ ক্যাসেলের শ্বেত পাথরগুলো একে একে খোয়া গেছে । বর্তমানে বাড়িটি ব্যবহৃত হচ্ছে হিসাবে ।
জানা যায়, ১৮৭৯ সালে ৪৫ হাজার টাকা ব্যয়ে এ জমিতে নির্মাণ করা হয় বাংলো আদলের সুরম্য বাগানবাড়িলোহার কুঠি বা আলেকজান্দ্রার ক্যাসেল । গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নওয়াব স্যার সলিমুলস্নাহসহ অনেকে রাজপরিবারের সদস্য আলেকজান্দ্রা ক্যাসেল মহারাজ শশীকানত্মের আমন্ত্রণে ময়মনসিংহ আসেন। পৃথিবী বিখ্যাত বহু ব্যক্তি এই বাড়িতে রাত কাটিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত এ ক্যাসেলের শ্বেত পাথরগুলো একে একে খোয়া গেছে । স্মৃতির সাথে এই উদাসীন প্রতারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ব্যথিত করে।