মুক্তাগাছায় অগ্নিকাণ্ডে বিএনপি অফিস পুড়ে ছাই

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 18 March 2015, 06:45 AM
Updated : 18 March 2015, 06:45 AM

ময়মনসিংহের মুক্তাগাছায় অগ্নিকান্ডে বিএনপি অফিস পুড়ে ছাই হয়ে গেছে । আজ বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে । মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দাবী করে তিনি জানান, অগ্নিকান্ডে এক লক্ষাধিক টাকা মূল্যমাণ সম্পদের ক্ষতি নির্ধারণ করা হয়েছে ।

সরেজমিনে দেখা যায়, শহরের বড়হিস্যাবাজার মেইনরোডে একটি ভবনের দোতালায় অবস্থিত বিএনপি অফিসের সকল আসবাবপত্র ,টেলিভিশন , ব্যানার সবই পুড়ে ছাই হয়ে গেছে । অফিসের নীচতলায় প্রত্যক্ষদর্শী সামু হোটেলের কর্মচারী মোহাম্মদ ও মীনা বেকারীরর কর্মচারী জামাল জানান, আমরা আমাদের কাজ করছিলাম । আগুনের লেলিহান দেখে ডাক চিৎকার দেই। আমাদের চিৎকার শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় ।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ।