অরণ্যের খেলার সাথী কালেম

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 21 Oct 2015, 07:22 PM
Updated : 21 Oct 2015, 07:22 PM

ময়মনসিংহে মুক্তাগাছা শহরের কালিবাড়ি পুকুরপাড়ে নানার বাড়িতে অরণ্যের খেলার সাথী এক জোড়া কালিম পাখি। দিনে কালিমদের সাথে হৈ হুল্লোর রাতে তাদেরকে বুকে জড়িয়ে ঘুমায় সে। অরণ্য কেন্দ্রীর পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস টুতে পড়ে । অরণ্যের বাবা মা দুজনেই কলেজ শিক্ষক । নানা গবেষক আর নানী সরকারী চাকুরীজীবি। বাড়িতে তাদের অবর্তমানে নি:সঙ্গতা যাতে অরণ্যকে স্পর্শ না করে সে লক্ষ্যে, তার নানা হাইমেনোকেমোথেরাপিস্ট আব্দুর রাজ্জাক ২ বছর আগে ৩ হাজার টাকায় এই এক জোড়া কালিম পাখি কিনে দেয় অরণ্যকে।

এরপর থেকে অরন্যের খেলার সাথী কালিম দম্পতি। আব্দুর রাজ্জাক জানান, পাখি দুটি খাঁচায় পোষা হয় না। দিনে খাচার বাইরে অবাধ বিচরণ করে । রাতে ঘুমায় অরণ্যের সাথে। এদের খাবার বলতে মাছ , ধান , ঘাস, লতা-পাতা। এ পর্যন্ত ৩বার ডিম পাড়লেও বাচ্চা ফুঁটায়নি। অরণ্য জানায়, মানুষ জন তাদেরকে খোচাখোঁচি করলে আঁচড় কাটে। আমাকে ওরা খুবই ভালোবাসে। আমিও ওদের খুবই ভালোবাসি । আমাকে আজো তারা আঁচড় দেয়নি।