মোটর সাইকেল খেলার সেই যাদুকর

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 2 April 2015, 07:52 PM
Updated : 2 April 2015, 07:52 PM

মোটর সাইকেল খেলার সেই যাদুকর ।

একসময় যখন বাংলাদেশে একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি । সেই বিটিভিতে খালেকুল আজাদের মোটর সাইকেল প্রদর্শিত হয়েছে বহুবার ।

পুরনো যারা বিটিভির দর্শক তাদের ঠিকই মনে পড়বে তার প্রদর্শিত খেলার কথা । ঐতিহ্যবাহী ময়মনসিংহের মুক্তাগাছায় জন্ম নিয়েছেন বহু জ্ঞানী – গুণী আর প্রতিভাবাণ ব্যক্তি । যারা রচনা করেছেন মুক্তাগাছার ভীত । তেমনই একজন খালেকুল আজাদ।

তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মোটর সাইকেল খেলার যাদুকর ।

গভীর গর্তের নীচ থেকে মোটর সাইকেল নিয়ে উপরে উঠা , এক ডজন মানুষ একসাথে নিয়ে হাত- পা ছেড়ে এবয়সেও তিনি মোটর সাইকেল খেলা দেখান ।

জানা যায় , ১৯৩০ সালে জন্মগ্রহণকারী ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খালেকুল আজাদের গ্রামের বাড়ি বেচুখালী এবং মুক্তাগাছা শহরের নাপিত খোালা বাসভবনে এখনও কর্মচাঞ্চল্যে সদাব্যস্ত থাকেন ।

ফাইল ছবি, বাংলাদেশের শ্রেষ্ঠ মোটর সাইকেল খেলার যাদুকর খালেকুল আজাদ