ময়মনসিংহে প্রতিবাদ: নারী লাঞ্ছিতকারীদের গ্রেফতার দাবি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 19 April 2015, 05:21 PM
Updated : 19 April 2015, 05:21 PM

বাঙালি সংস্কৃতির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক ও সার্বজনীন আয়োজন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঙ্গালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছিত করে বর্ষবরণকে যারা কলঙ্কিত করেছে তারা কখনো বাঙ্গালী বা বাংলাদেশী হতে পারে না। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান বক্তারা।

এসময় সামাজিক সংগঠন জনউদ্যোগ, আলোকিত মানুষ, নারী উদ্যোক্তা ও উন্নয়ন ফোরামসহ বিভিন্নস্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।