মুক্তাগাছায় ঝড়ের শব্দ সুযোগ নিয়ে চুরি!

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 22 April 2015, 06:16 PM
Updated : 22 April 2015, 06:16 PM


ছবি ক্যাপশনঃ মুক্তাগাছা (ময়মনসিংহ) :চুরি সংঘটিত হওয়া ৪টি দোকান

ময়মনসিংহে মুক্তাগাছায় প্রাকৃতিক দুর্যোগ কাল বৈশাখী ঝড় এর শব্দের সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঘটে যাওয়া ঝড়ের সময় শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রের ৪টি দোকানে চুরি সংঘটিত হয় । আজ বুধবার সকালে চুরির বিষয়টি সকলের নজরে আসে ।

চোর ৬ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় । চুরি হওয়া দোকান মালিক, থানা পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের মহারাজা রোড , দরিচারআনি বাজার বড় মসজিদ রোডে অবস্থিত সততা ও বধূবরণ বস্ত্রালয় , প্রান্তিক কসমেটিকস স্টোর ও হাজী সুকালেকশনে চুরির ঘটনা ঘটে ।

চোরেরা দোকানগুলির পেছনের অংশ টিন ভেঙ্গে সিলিং কেটে ভেতরে প্রবেশ করে । চোরেরা বধূবরণ থেকে নগদ টাকাসহ সাড়ে ৪ লাখ , সততা থেকে দেড় লাখ, প্রান্তিক ও হাজী সু স্টোর থেকে মোট ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।

এলাকাবাসী জানান, ঝড়ের সময় বাতাসে ঘরের চাল-বেড়া, গাছ-পালাসহ চারপাশে বিকট শব্দের সৃষ্টি হয় ।এই শব্দকালে সংঘটিত চুরির সময় ভাঙ্গাচোড়ার শব্দ একাকার হয়ে যায় । চোরেরা ঝড়ের শব্দ কাজে লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন সৃষ্টি করলো ।

মুক্তাগাছা থানা পুলিশ জানান, চুরি সংঘটিত হওয়া দোকানগুলি পরিদর্শন করা হয়েছে ।